বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
ডেভিড ড্যানিয়েল
গত সোমবার রাতে নিউইয়র্ক সিটির জ্যামাইকা এলাকার সেন্ট অ্যালবানসে এক বাড়ি মালিকের ছুরিকাঘাতে দুই ভাড়াটেসহ তিনজন নিহত হয়েছে। বাড়ি মালিক বেডরুমে প্রবেশ করে তিনজনকে ছুরিকাঘাত করে তাদের মৃত্যু নিশ্চিত করার পর মঙ্গলবার সকালে নিজেই পুলিশ প্রিসিঙ্কটে উপস্থিত হয়ে তার ভাড়াটেদের হত্যা করার কথা স্বীকার করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা প্রধান জোসেফ কেনি বলেছেন, ঘাতক বাড়ি মালিকের নাম ডেভিড ড্যানিয়েল (৫৪)। তিনি মঙ্গলবার সকালে একটি থানায় হাজির হয়ে তার অপরাধ স্বীকার করেন। ড্যানিয়েল পুলিশকে বলেছেন যে, নিহতদের মধ্যে দুজন তার ভাড়াটে। তারা দীর্ঘদিন বাড়িভাড়া পরিশোধ করেনি। তার তৃতীয় শিকার ড্যানিয়েলের বান্ধবী বলে পুলিশ জানায়।
তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সকাল ৭ টার পর সেন্ট আলবানসের বাড়িতে গিয়ে বেসমেন্টের একটি বেডরুমে এবং তৃতীয় জনকে উপরতলার একটি বেডরুমে দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছেন।
গোয়েন্দা প্রধান কেনির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের রিপোর্ট করেছেন যে, ঘাতক ডেভিড ড্যানিয়েল যখন প্রিন্সেন্টে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তখন তাকে খুব স্বাভাবিক মনে হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তাকে হেফাজতে রাখা হয়েছে।
সেন্ট অ্যালবানসে ডেনিয়েলের হালকা সবুজ রঙের বাড়িটি নিরিবিলি এক নেইবারহুডের একটি রাস্তার একেবারে শেষ প্রান্তে। ডেনিয়েলের প্রতিবেশি আলফ্রেড ফেল্ডার নিউইয়র্ক টাইমসকে জানান যে ভাড়াটেদের ছুরিকাঘাতের ঘটনা জেনে তিনি হতবাক হয়েছেন। তিনি সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যবর্তী সময়ে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি। তবে এত কাছে এমন ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে জেনে তার খুব খারাপ লাগছে। তিনি বলেন, যদিও এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু একই সাথে কেউ চায় না যে এমন কিছু ঘটুক। অপর এক প্রতিবেশি নেলিমি রূপনারিন মঙ্গলবার সকালে তিনি পুলিশের গাড়ির সাইরেন শুনেছেন।
কিন্তু ঘটনা জানার পর তিনি বিস্মিত ও ভীত হয়েছেন। ক্লারিভেল জলি নামে আরেক প্রতিবেশি রিপোর্টারকে জানান যে ডেনিয়েল মাঝে মাঝে তার প্রতিবেশীদের আঙিনার ঘাস কেটে দিতেন এবং দেখা হলে সবসময় ‘হ্যালো’ বলতেন। ঘটনাটি তার জন্য বড় ধরনের ধাক্কা ছিল। যে বাড়িতে হত্যাকান্ড ঘটেছে তার ঠিক উল্টো পাশেই এক বাড়িতে তিনি ২০ বছর ধরে বাস করছেন। তিনি বলেন যে, ডেনিয়েলের ভাড়াটেরাও বেশ হাসিখুশি ছিলেন। তিনি ওই বাড়ি থেকে কখনো কোনো তর্কাতর্কির আওয়াজন শোনেননি।
Posted ১২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh