বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
বলিউডের পরিচিত মুখ রিচা চাড্ডা। গ্যাংস অব ওয়াসীপুর, ফাকরে রিটার্নস, রাম-লীলা, সর্বজিৎসহ প্রায় দুই ডজন ছবিতে অভিনয় করেছেন তিনি। বলা যায়, বলিউডে একটা শক্ত অবস্থানই তার। অথচ এই অভিনেত্রী এবার জানালেন, কাস্টিং কাউচে রাজি না হওয়ায় হাত থেকে অনেক ছবির সুযোগ চলে গেছে তার।
এক সাক্ষাৎকারে রিচা জানান, এক দিন একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানে এক প্রযোজক তাকে জিজ্ঞেস করেন, ‘ডিনার করবে’? রিচা তাকে জানান যে তিনি ডিনার করে নিয়েছেন এবং কী কী খেয়েছেন তার বিস্তারিত তথ্যও দেন। তারপর রিচার গায়ে হাত দিয়ে সেই প্রযোজক বলেন, ‘এই ডিনার না, ওই রকম ডিনারের কথা বলছি।’ সেদিন তাকে মুখের ওপর ‘না’ বলে দেন রিচা। এরপর তার হাত থেকে একাধিক ছবির কাজ চলে যায়।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh