বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
আগামী নির্বাচনে শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। আর কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের প্রতিহত করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ক্ষমতায় এলে প্রথমে শিক্ষাব্যবস্থা সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। বিদেশিদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। এ সময় জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
Posted ১০:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh