বাংলাদেশ অনলাইন ডেস্ক : | শনিবার, ০৩ অক্টোবর ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের করোনা শনাক্ত হয়। এরই মধ্যে স্থানীয় সময় গত ২ অক্টোবর (শুক্রবার) বিকেলে ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুইটারে মেলানিয়া ট্রাম্প নিজের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন। তিনি বলেছেন, তার উপসর্গ মৃদু, তিনি ভালো আছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টুইট বার্তায় মেলানিয়া তার প্রতি ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি লিখেন, ‘আমাদের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আপনাদের ধন্যবাদ। আমার করোনা উপসর্গ অনেকটাই মৃদু এবং সামগ্রিকভাবে ভালো আছি। আশা করছি, খুব দ্রুতই সেরে উঠবো।‘
মেলানিয়া ট্রাম্প প্রথম টুইটে বলেন, তিনি ও ট্রাম্প হোয়াইট হাউসেই কোয়ারেন্টিনে রয়েছেন। তারা ভালো বোধ করছেন। তিনি ব্যক্তিগত সব কর্মসূচি স্থগিত করেছেন। এ সময় সবাই নিজের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের চিকিৎসা কর্মকর্তা সিন কুনলে বলেছেন, ট্রাম্প ও মেলানিয়া ভালো আছেন।
Posted ৫:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh