ক্রীড়া ডেস্ক : | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে বাজেভাবে হার মানা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি প্রসঙ্গে ভারতের ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার বাজে মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। তাতে জুড়ে দিয়েছেন কোহলির স্ত্রী আনুশকা শর্মার নামও।
পাঞ্জাব একাদশের কাছে ৯৭ রানে হারা ম্যাচের দিনটি মোটেও ভালো যায়নি কোহলির। আরসিবি’র অধিনায়ক দুই দুইবার হাত ছাড়া পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুলের ক্যাচ, যার অপরাজিত ১৩২ রানের ইনিংসই ম্যাচে পার্থক্য গড়েছে। ম্যাচটিতে স্লো ওভার রেটিংয়ের কারণে ১২ লাখ রুপি জরিমানাও করা হয়েছে কোহলিকে।
বাজে ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে তেমন ভালো করতে পারেননি কোহলি। শেলডন কটরেলের বলে মাত্র এক রান করেই প্যাভিলিয়নে ফেরেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
কোহলি যখন আউট হয়ে ফিরছিলেন কমেন্ট্রিতে গাভাস্কার হিন্দিতে বলে ওঠেন- “ইনহোনে লকডাউন মে বাস আনুশকা কি গেন্দোঁ কি প্র্যাকটিস কি হ্যায়।” যার বাংলা করলে দাঁড়ায়- “কোহলি লকডাউনে শুধু আনুশকার বলেই অনুশীলন করেছেন।”
উল্লেখ্য, লকডাউনের সময় বিরাট কোহলি একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে নিজেদের মুম্বাইয়ের বাড়িতে আনুশকা বল করছিলেন এবং বিরাট ব্যাট করছিলেন। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে গাভাস্কারের এমন মন্তব্য, নাকি লকডাউনের মাঝে আনুশকার গর্ভবতী হওয়া নিয়ে গাভাস্কারের এই মন্তব্য, এই নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে ব্যক্তিগত পর্যায়ে কোহলির প্রতি গাভাস্কারের এমন মন্তব্যকে ভালো চোখে দেখছে না নেটিজেনরা।
Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh