বাংলাদেশ অনলাইন ডেস্ক : | শুক্রবার, ০২ এপ্রিল ২০২১
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে বন্দুক হামলায় শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। স্থানীয় সময় গত ৩১ মার্চ বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
অরেঞ্জ পুলিশ বিভাগের বরাত দিয়ে স্থানীয় এসবিসি নিউজ চ্যানেল জানায়, তারা স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
মেট্রো সিটি ফায়ার অথরিটি ডিসপাচ জানায়, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় এবিসি ৭ নিউজ চ্যানেল জানায়, পুলিশ কেবল ঘটনাস্থলে পাওয়া হতাহতের সংখ্যার কথা জানায়। কিন্তু এ গুলির ঘটনায় আর কেউ হতাহত হয়েছে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি।
সন্দেহভাজন হামলাকারী নিরাপত্তা হেফাজতে রয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার ব্যাপারে কিছু বলা হয়নি।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্থিতিশীল আছে এবং ‘জনগণের প্রতি এখন কোনো হুমকি নেই।’ পুলিশের দেওয়া তথ্যমতে, যে ভবনে হামলা হয়েছে, সেটি মূলত ছোট একটি বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত।
Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh