বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১৬ আগস্ট ২০২৩
আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আজকে অনেকের মনে অনেক সন্দেহ আছে, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আগামী দিনে অনেক কিছু প্রকাশ হতে পারে।
১৬ আগস্ট (বুধবার) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কায়ার্লয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ হুঁশিয়ারি দেন।
আমীর খসরু বলেন, খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সরকার। শুধু সরকার নয়, সরকারের সঙ্গে জড়িত যারা মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে কারাগারে পাঠিয়েছে প্রত্যেককে এর দায় বহন করতে হবে।
Posted ১:১২ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh