বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৭ এপ্রিল (মঙ্গলবার) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা ভালো। তবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ সেখানে সিটি স্ক্যান ও আলট্রাসনো করার পর ইকো করানো হয় বলে জানান দলের মহাসচিব।
এর আগে রাত সাড়ে ৯টায় গুলশানের বাসা থেকে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে একটি প্রাইভেটকার রাজধানীর বসুন্ধরায় ওই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়।
এর আগে গত ১৪ এপ্রিল সিটি স্ক্যান করাতে খালেদা জিয়াকে এই হাসপাতালে আনা হয়েছিল। সিটি স্ক্যানের সেই পরীক্ষার ফলাফল ‘নমিনেল’আসে। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়ার পর গুলশানের বাসা ‘ফিরোজায়’তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা নিচ্ছিলেন। করোনাভাইরাস আক্রান্তের ১৪ দিন পর গত ২৪ এপ্রিল আবার পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।
Posted ৬:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh