বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২৪ এপ্রিল ২০২১
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো ও সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এখন খালেদা জিয়ার করোনার কোন উপসর্গ নেই। ২৩ এপ্রিল (শুক্রবার) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার কোনো শ্বাসকষ্ট, কফ ও কাশি নেই। আর তিনি ভালো ও সুস্থ আছেন।
খালেদা জিয়ার করোনা সংক্রান্ত কোনো উপসর্গ আছে কি-না, জানতে চাইলে তিনি বলেন, তার করোনার কোন উপসর্গ নেই।
বিএনপি চেয়ারপারসনের ফলোআপ করোনা পরীক্ষা কবে নাগাদ করানো হবে, জানতে চাইলে ডা. জাহিদ জানান, শনিবার বিএনপি চেয়ারপারসনের কিছু পরীক্ষা করানো হবে। এরপর রোববার আরও কিছু পরীক্ষা করানো হবে। খালেদা জিয়া নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান জাহিদ হোসেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের সময় ডা. জাহিদ হোসেনের সঙ্গে ছিলেন ডা. মোহাম্মদ আল মামুন।
নমুনা পরীক্ষার ফলাফলে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসকদের একটি টিম চিকিৎসা শুরু করে।
বিএনপি চেয়ারপারসন ছাড়াও ফিরোজায় তার গৃহকর্মীসহ আরও আটজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন বাড়ি চলে গেছেন এবং বাকিরা ফিরোজায়ই চিকিৎসা নিচ্ছেন।
৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। দণ্ড নিয়ে তিন বছর আগে তাকে কারাগারে যেতে হয়। দেশে করোনা সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়, শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
Posted ৯:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh