বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
দোয়া মাহফিলে ফ্লোরিডা বিএনপির নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ফ্লোরিডা শাখার উদ্যোগে গত ৯ মে রোববার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ফ্লোরিডার ডিয়ারফিল্ড বিচের এক মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্লোরিডা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ দিনাজ খান। সভা পরিচালনা করেন ফ্লোরিডা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মো: ফারুক সরকার ও ফ্লোরিডা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ খান। সভায় বক্তব্য রাখেন ফ্লোরিডা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: মহসীন। তিনি তার বক্তব্যে ফ্লোরিডা বিএনপির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আরও বক্তব্য রাখেন যুবদল ফ্লোরিডা শাখার সাংগঠনিক সম্পাদক এহসান আহমেদ হিমেল। তিনি তার আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো তুলে ধরেন। আরও আলোচনা করেন ফ্লোরিডা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মো: ফারুক সরকার। তিনি বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের দোয়া কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বেগম জিয়ার রোগমুক্ত হয়ে শীঘ্রই জনগণের কাছে ফিরে আসবেন। যুবদলের সাধারণ সম্পাদক মো: ফিরোজ খান ফ্লোরিডা বিএনপিকে এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। আরও আলোচনা করেন যুবদল নেতা নাঈম খান (দাউদ), ইফতেখার আহমেদ মিথেল, আবু ইদ্রিস লাবু, আরিফুল হক টনি, জালাল আহমেদ, জাকারিয়া তুহিন, আনোয়ার খান, আবদুল গাফফার, এফ্রাবউদ্রন আহমেদ, মো: নাজমুল, মিরাজুল ইসলাম, মো: রনি মুন্সী, রাসেল মীর, মো: সাইফুল্লাহ রানা, সাইফুর রহমান, মো: হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্লোরিডা বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি মো: ওয়ালিদ হোসেন। তিনি তার বক্তব্যে বিএনপির সমসাময়িক বিষয়ে নেতাকর্মীদের অবহিত করেন।
মো: জালারের পরিচালনায় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। সমাপণী বক্তব্যে সভাপতি মোহাম্মদ দিনজা খান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগমুক্তি কামনা করেন। তিনি বলেন, সরকার তাকে মিথ্যা মামলায় জড়িয়ে অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে ভয় পায় বলেই সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। সরকারের অমানবিক সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন তিনি। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন ফ্লোরিডা বিএনপির এই প্রতিষ্ঠাতা সভাপতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ সৃষ্টি করারও আহবান জানান তিনি। আলোচনা শেষে সকলকে ইফতার ও নৈশভোজে আপ্যায়ন করা হয়।
Posted ২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh