বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৪ আগস্ট ২০২১
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
করোনা প্রতিষেধক টিকার প্রথম ডোজ নেওয়ার পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৪ আগস্ট (শনিবার) বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তার কোনো খারাপ কিছু হয়নি। তিনি টিকা এক ডোজ নিয়েছেন। আবার দ্বিতীয় ডোজ নেবেন।
গত ১৯ জুলাই শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে গিয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানি মর্ডানার তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সে হিসেবে আগামী ১৯ অগাস্ট তার দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ রয়েছে বলে জানান মির্জা ফখরুল।
গত ১০ এপ্রিল খালেদা জিয়া নিজের গুলশানের বাসা ফিরাজায় করোনায় আক্রান্ত হন। পোস্ট কোভিড জটিলতার চিকিৎসার জন্য গত ২৭ এপ্রিল তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। ৫৪ দিন চিকিৎসা শেষে ১৯ জুন আবার গুলশানের বাসায় ফেরেন তিনি।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh