বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার হয়ে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটিতে রয়েছেন সাকিব আল হাসানের মতো এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারও।
ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। তখন ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় জাতীয় দলের এই তারকা ক্রিকেটার থাকবেন ফ্রি ক্রিকেটার হিসেবে। মাশরাফি ফিট হওয়ার পর যে কোনো দল চাইলেই তাকে দলে নিতে পারবে।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা মাশরাফিকে নেয়ার জন্য আগ্রহ দেখায় বরিশাল ও খুলনা। অবশেষে লটারির মাধ্যমে মাশরাফির দল নির্ধারণ হয়। ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খুলনার হয়ে খেলবেন তিনি।
Posted ১:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh