বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
ইহুদীবাদী ইসরায়েলি সেনাবাহিনীর গত ৪২ দিনের অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। এই নিহতদের মধ্যে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা অন্তত ৫ হাজার। স্থানীয় সময় ১৭ নভেম্বর (শুক্রবার) উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এই তথ্য। কাছাকাছি সময়ে পশ্চিম তীর অঞ্চলের ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ও পৃথক এক বিজ্ঞপ্তিতে একই তথ্য জানিয়ে বলেছে, ১২ হাজার নিহত ছাড়াও গাজায় এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৫৭০ জন মানুষ। এই নিখোঁজদের মধ্যে শিশুদের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০ জন। গাজা ও পশ্চিম তীরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কয়েক শ’ যোদ্ধা। সেখানে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে সামরিক-বেসামরিক লোকজনদের হত্যার পাশপাশি ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা।
জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যুক্ত হয় স্থল বাহিনীও। গত ৪২ দিনের এই অভিযানে এখন পর্যন্ত কোনো বিরতি দেয়নি ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘ ইসরায়েলকে নিয়মিত মানবিক বিরতি অথবা যুদ্ধবিরতি ঘোষণার জন্য চাপ দিচ্ছে ইসরায়েলকে, কিন্তু তা আমলে নিয়ে ইসরায়েল জানিয়েছে- হামাসকে নির্মূলের আগ পর্যন্ত এই অভিযান চলবে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে ১৯৫৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
ফিলিস্তিনের সমর্থনে দেশে দেশে বিক্ষোভ : ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিদেশি সংবাদমাধ্যম জানায়, আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীরা সান ফ্রান্সিসকো বে ব্রিজও অবরোধ করে। এসময় পুলিশ কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে। বিক্ষোভকারীরা তাদের গাড়িতে করে বে ব্রিজে পৌঁছে, যেখানে তারা ফিলিস্তিনি শহীদদের লাশ প্রতীকীভাবে জাহির করে প্রতিবাদ করেছিল। দক্ষিণ কোরিয়াও ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করে এবং গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানায়। বিদেশি সংবাদমাধ্যম জানায়, বিক্ষোভে ফিলিস্তিনি শহীদদের ২ হাজার জুতা প্রতীকীভাবে প্রদর্শন করা হয়। এছাড়া গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে লন্ডনে সমাবেশ করেছে স্কুলের শিশুরা। টাওয়ার হ্যামলেটে স্কুলের শিশুরা ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছে। এ উপলক্ষে গাজায় বোমাবর্ষণ ও অবরোধ বন্ধের দাবি জানায় শিশুরা।
Posted ১০:১০ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh