নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
গোল্ডেন এইজ হোমকেয়ারে করোনায় মৃতদের জন্য দোয়া মাহফিল। ছবি- সাপ্তাহিক বাংলাদেশ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করার জন্য এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করে গোল্ডেন এইজ হোমকেয়ার। কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন স্থানীয় আলেম মাওলানা বেলাল আহমদ। কভিড ১৯ এ মৃত্যুবরণ করা সকলের জন্য কোরআন খতম, স্মৃতিচারণ ও মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন এইজ হোমকেয়ার এবং এনওয়াই ইন্সুরেন্স এর প্রেসিডেন্ট এন্ড সিইও শাহ নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট ও উত্তর আমেরিকার কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, আলমগীর খান আলম, আহসান হাবীব ও এনবি টিভির কর্মকর্তা মোস্তফা অনিক রাজসহ আরো অনেকে।
ব্যবসায়ী শাহনেওয়াজ বলেন, করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ব পরিস্থিতি ব্যাপকভাবে পাল্টে গেছে। এমন পরিস্থিতিতে দিশেহারা অবস্থার মুখে পড়েছেন সব শ্রেণীপেশার মানুষ। বছরটা যারা বেঁচে পার করছেন, তারা যতদিন বেঁচে থাকবেন একেবারে আলাদা করেই এর কথা মনে রাখবেন। কারণ, এমন দুর্ভোগ আর দুঃসময়ে ভরা বছর এই প্রজন্ম বোধহয় আর দেখবে না। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই।
Posted ৭:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh