নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
তোফায়েল চৌধুরী ও তার দুই ভাই তানভীর সায়মন চৌধুরী, ফারহাদ চৌধুরী
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন মূলধারার ব্যবসা প্রতিষ্ঠান গ্রি মেকানিক্যাল ইয়ংকার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির গ্রাহক, শুভানুধ্যায়ী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় গত ২১ মার্চ শুক্রবার নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যে তোফায়েল চৌধুরী লিটন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবার মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলার জন্যই আমাদের এই আয়োজন।
আমরা বাংলাদেশি কমিউনিটির সেবা করতে চাই। আমার বলতে দ্বিধা নেই বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশি মিডিয়া আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। যে কারণে আমি সবার কাছে কৃতজ্ঞ। এই সময় আরো উপস্থিত ছিলেন তার ছোট দুই ভাই তানভীর সায়মন চৌধুরী, ফারহাদ চৌধুরী। সুন্দর এবং ব্যতিক্রমী এই ইফতার মাহফিলে তিন ভাই সারাক্ষণ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তাদের আতিথেয়তায় সবাই ছিলেন মুগ্ধ। ইফতার মাহফিলে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম. এম. শাহীন, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নাঈম টুটুল, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মঈনুজ্জামান চৌধুরী, জেবিবিএর কর্মকর্তা আতিকুল ইসলাম জাকির, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট আকাশ রহমান, রাজনীতিবিদ আবু সাইদ আহমেদ, এম এ বাতিন, বিশিষ্ট ব্যবসায়ী সরওয়ার খান বাবু, একেএম রফিকুল ইসলাম ডালিম, সাইকেলিস্ট সাইদুর আর লিংকন, কাজী আমিনুল ইসলাম স্বপন, মঞ্জুর আহমেদ জগলু, গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, বক্সার সেলিম, চৌধুরী তানিম, বিশিষ্ট ব্যবসায়ী আকিব হোসেন প্রমুখ।
Posted ৩:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh