বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
জাহ্নবী কাপুর
বলিউডের রূপের রানির কন্যা তিনি। অথচ ক্যারিয়ার শুরুর পর থেকে কেবল গল্প ও চরিত্রনির্ভর কাজই করে যাচ্ছেন। প্রশংসা পাচ্ছেন যদিও। কিন্তু রূপ আর গ্ল্যামারে মাতিয়ে রাখা শ্রীদেবীর গর্ভে যার জন্ম, কিছুটা গ্ল্যামার তো তারও ফুটিয়ে তোলার কথা।
হ্যাঁ, এবার তাই কমার্শিয়াল নায়িকা হয়েই পর্দা মাতাতে চান জাহ্নবী কাপুর। গত ২১ জুলাই মুক্তি পায় এই তারকার নতুন সিনেমা ‘বাওয়াল’। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকের দারুণ প্রশংসা পায়। এতে মৃগীরোগে আক্রান্ত এক স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী।
এর আগে কখনো ভূত হয়ে কিংবা সুপারশপের কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে সিরিয়াস চরিত্রে আপাতত বিরতি দিতে চান। নজর দিতে চান নাচ-গানে ভরপুর কমার্শিয়াল নায়িকা চরিত্রে।
এ বিষয়ে জাহ্নবী বলেন, ‘আমি চাই আমাকে দেখতে সুন্দর লাগুক, পর্দায় আমিও কিছুটা নাচতে চাই। কারণ এই পথচলায় কোথাও আমি ভুলতে বসেছি যে, প্রাকৃতিকভাবে আমার মধ্যে নাচ-গ্ল্যামারই বেশি এসেছে। তাই এখন মনে হচ্ছে, আমার স্বাভাবিক অবস্থায় ফিরে যাওার সময় হয়েছে।’
বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তি পাবে আগামী বছরের ১৫ মার্চ। এ ছাড়া ‘দেবারা’ সিনেমার মাধ্যমে তার তেলুগু অভিষেক হতে যাচ্ছে। যেখানে জাহ্নবীর নায়ক জুনিয়র এনটিআর।
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh