নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, উত্তর আমেরিকার এক মতবিনিময় সভা গত ১ জুন নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসের কাকাতুয়া এজেন্সির হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাবিনা শারমিন নিরুর সভাপতিত্বে এবং মীর কাদের রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় চবি এলামনাই পরিবার, উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় ২০২৫ সালের বার্ষিক পিকনিক আয়োজনের জন্য গঠিত কমিটিতে সকলের সর্বসম্মতিক্রমে ওয়াহিদুজ্জামান বকুলকে আহবায়ক, নাসরিন বিল্লাহকে সদস্য সচিব এবং আখতার হোসেনকে প্রধান সমন্বয়কারী নির্বাচন করা হয়।
সভায় আগামী ১০ আগস্ট রবিবার নিউইর্য়কের জর্জ আইল্যান্ড পার্কে দিনব্যাপী পিকনিক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সদস্যরা পিকনিকের সার্বিক প্রস্তুতি, যাতায়াত ব্যবস্থা, এবং অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কাকাতুয়া এজেন্সির স্বত্বাধিকারী জনাব পারভেজ কাজী, সাবেক সভাপতি এম এ আজিজ নঈমী, সহসভাপতি জনাব অনুপ দাশ, আবদুল মুহিত, উপদেষ্টা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব ফারহানা আখতার, সদস্য সচিব নাসরিন বিল্লাহ এবং আহবায়ক ওয়াহিদুজ্জামান বকুল।
সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল রেজিস্ট্রেশন ফি বিষয়ে ব্যাখ্যা প্রদান করে বলেন, মূল্যস্ফীতির প্রেক্ষাপটে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়।
নিজ দায়িত্বে যাত্রাকারীদের জন্য ৬০ ডলার, বাসে (চার্চ ম্যাকডোনাল্ড ও ওজনপাক হয়ে) যাত্রাকারীদের জন্য ৭৫ ডলার। ৭ বছরের নিচের শিশুদের জন্য কোন রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য হবে না। সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, সকলের আন্তরিক সহযোগিতায় এবারের পিকনিক হবে একটি সুন্দর, স্মরণীয় ও উপভোগ্য দিন। অনুষ্ঠানের এক অনন্য মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, উত্তর আমেরিকার সভাপতি সাবিনা শারমিন নিরু, পিকনিক কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান বকুল রচিত কাব্যগ্রন্থ “বরফের বাড়ি”থেকে কবিতা আবৃত্তি করেন, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। সভাপতির বক্তব্যে মাধ্যমে মতবিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh