বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে পড়েছে এশিয়ার তিন দল বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। প্রস্তাবিত সূচি অনুযায়ী, গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
অংশগ্রহণকারী সব দেশ আইসিসির কাছে খসড়া এই গ্রুপ নিয়ে তাদের সমর্থন জানিয়েছে। বাকি আছে ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের সরকারের সঙ্গে আলোচনার পর টুর্নামেন্টের বিষয়ে তাদের অবস্থান চূড়ান্ত করবে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের সাত মাস আগেই জানা গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান কবে মাঠে নামছে।
আইসিসির একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছরের ১ মার্চ লাহোরে ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ খেলা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ভারতের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জমা দিয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখনও অনুমোদন দেয়নি।
আইসিসির একজন সদস্য জানিয়েছেন, পিসিবি ১৫ ম্যাচের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া জমা দিয়েছে। সাতটি খেলা লাহোরে, তিনটি করাচিতে আর পাঁচটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
Posted ৮:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh