বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২২ মার্চ ২০২১
দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ। ছবি : সংগৃহীত
দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই। অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ২২ মার্চ (সোমবার) ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় তাঁর (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আতিক উল্লাহ খান মাসুদ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার আগেই মৃত্যু হয়েছে।
Posted ৫:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh