বিনোদন ডেস্ক : | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। ১৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাদেক বাচ্চু। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার রাতে তাকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh