বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৯ মার্চ ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে জাতীয় প্যারেড গ্রাউন্ডে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপক্ষে। ছবি : সংগৃহীত
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে যোগ দিয়েছেন ঢাকায় সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ‘যতকাল রবে পদ্মা যমুনা’ থিমে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। বিকেল সাড়ে চারটায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর তৃতীয় দিনে যোগ দেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পবিত্র ধর্মগ্রন্থের পাঠ শেষে মুজিব চিরন্তন থিমের ওপর টাইটেল এ্যানিমেশন ভিডিও পরিবেশন করা হয়।
১৯ মার্চ (শুক্রবার) সকাল পৌনে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বহনকারি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য ও সরকারের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাগত জানানোর পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অব অনার।
পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। ছবি : টুইটার
বাঙালির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপ্লুত রাজাপাকসে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সেই ছবি প্রকাশ করে টুইটারে তিনি লিখেছেন, মুক্তিকামী জনতা, যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই মুক্ত, স্বাধীন আর গর্বিত বাংলাদেশের জন্য, পুরো বাঙালি জাতীর ভবিষ্যতের জন্য নিজেদের বর্তমানকে উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির সৌধে এসে শ্রদ্ধা জানানোর এ অভিজ্ঞতা অনন্য।
১৯ মার্চ (শুক্রবার) সকালে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি স্মৃতিসৌধে যান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সেখানে তাকে স্বাগত জানান। পরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজাপাকসে। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার দেয়।
স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পরিজাত গাছের চারা রোপণ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, পরিদর্শন বইতেও তিনি স্বাক্ষর করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে সকালে ঢাকায় পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh