বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
পূজা চেরী ও জায়েদ খান। ছবি : ফেসবুক
জায়েদ খানকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হতো—জায়েদ খান একমাত্র নায়ক, যার কোনো ভক্ত নেই। অথচ কিছুদিন আগেই খবর পাওয়া যায়, রাজধানীর শান্তিনগরের এক তরুণী জায়েদ খানের ছবিযুক্ত বালিশে ঘুমান। এরপর থেকে নানা ভক্তকুলের কথাই শোনা গেছে। এবার জানা গেল জায়েদ খানের ভক্ত হতে যাচ্ছেন অভিনেত্রী পূজা চেরী। সিনেমার পর্দায় জায়েদ খানের ভক্ত হিসেবে দেখা যাবে পূজা চেরীকে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নতুন একটি সিনেমার শুটিং। এ সিনেমার গল্প জায়েদ খানকে কেন্দ্র করে।
জায়েদ খান নায়ক হিসেবে সিনেমার শুটিং করতে যান গ্রামে, সেখানেই ভক্ত হিসেবে দেখা যাবে পূজা চেরীকে। সিনেমার নাম লিপস্টিক। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। বিষয়টি নিজেই জানিয়েছেন জায়েদ খান। তিনি বলেন, ‘রবিবার থেকে শুটিং শুরু হচ্ছে। এই সিনেমায় আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী।’
এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো পূজা চেরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন জায়েদ খান। এ প্রসঙ্গে জায়েদ খান কালের কণ্ঠকে বলেন, ‘পূজা চেরী আমার পছন্দের অভিনেত্রী। ভীষণ ট্যালেন্টেড শিল্পী সে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আবার সে আমার ভক্ত চরিত্রে অভিনয় করছে, এটা ভালো লাগার মতো বিষয়।’
লিপস্টিক নামের এই সিনেমায় আরো অভিনয় করছেন আদর আজাদ ও মিশা সওদাগর।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh