নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে গত ১৪ সেপ্টেম্বর, দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে, জামাইকাস্থ হিলসাইড অ্যাভিনিউয়ের ওয়ান হান্ড্রেড সিক্সটি এইটে ফ্রি অ্যান্ট্রিবডি টেস্টিং ও মাস্ক ও হ্যান্ডসেনিটিজার বিতরণকালে করা হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় মানবিক কার্যক্রমের সমাপনী সভায় কমিউনিটি নেতৃবৃন্দ জালালাবাদ অ্যাসোসিয়েশনের চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, আগামী দিনের যেকোনো কার্যক্রম ও কর্মকাণ্ডে তাঁদের সহায়তা সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত রাখবেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের মানবিক কার্যক্রমে বৃত্তবান মানুষদের এগিয়ে আশার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। প্রাণঘাতী করোনাক্রন্তিকালে জালালাবাদ অ্যাসোসিয়েশন অসামর্থ্যবান মানুষের জন্য বিনামূল্যে কবর প্রদান, চিকিৎসাসহায়তা ও খাদ্যসহায়তা দিয়ে অনন্য নজির সৃষ্টি করেছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, মানবিক এই কার্যক্রম এখনও অব্যা রয়েছে। সিলেট বিভাগবাসীর যেকোনো সমস্যাও সঙ্কটে জালালালাবাদ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ কমিউনিটির পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।অনুষ্ঠানে বিপুল সংক্ষক জালালাবাসীর উপস্থিস্তিতে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সহসভাপতি আহবাব চৌধুরী খোকন, শফি উদ্দীন তালুকদার, মনজুর চৌধুরী জগলু, জুসেফ চৌধুরী, কোষাধক্ষ মইনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল হক মনজু, মহিলা সম্পাদিকা সুতিপা চৌধুরী, সদস্য হেলিম উদ্দীন। অতিথি ছিলেন- অ্যাটর্নি মইন চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার, অ্যাটর্নি সোমা সাইদ, সিলেট সদর থানা সমিতির সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী, কাতার জালালাবাদ সাবেক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাবেক উপদেষ্টা সৈদুর নুর, হবিগঞ্জ জেলার সাবেক শিক্ষা অফিসার গাফফার আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মৌলানা সাইফুল আলম সিদ্দিকী, তোফায়েল আহম্মেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম চুন্নু সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সিলেট সদর সমিতির উপদেষ্টা সাহ নুর কুরেশী, সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকবর হুসেন সমর্পন, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুর, সিলেট সদর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, জকিগঞ্জ হবিগঞ্জ সদর সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাহেদ আহমদ প্রমুখ। এন্টিবডি টেস্ট স্পন্সর করার জন্য সংগঠনের সদস্য রোকন হাকিম ও মান্না মুনতাসিরকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং হোমকেয়ার ওহাকিম এন্ড কোং প্রতিষ্ঠানের সফলতা কামনা করা হয়।
Posted ৮:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh