নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
জাসাসরে উদ্যোগে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে
যুক্তরাষ্ট্রে জাসাসের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ও বিএনপির কেন্দ্রীয় নেতা চিত্রনায়ক হেলাল খান।
আয়োজক সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় জাসাসের আন্তর্জাতিক সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাওসার আহমেদ ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান জিল্লু, সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিল্টন ভ’ইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সায়েম রহমান, মানবাধিকার সম্পাদক সোহরাব হোসেন, যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আতিকুল হক আহাদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, জাতীয়তাবাদি ফোরামের নেতা নাসিম আহমেদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রুবেল, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র জাগপার সভাপতি রহমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান। আলোচনায় আরো অংশ নেন আব্দুস সামাদ টিটো, রুহেলুজ্জামান চৌধুরী, নাসিরউদ্দিন, কাজী কামাল, যুবনেতা ওয়েস আহমেদ, শামীম আহমেদ, আবুল কালাম আজাদ, সুলতানা খানম, এডভোকেট সোনিয়া, জামালুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাংগঠনিকসম্পাদক দেওয়ান মেহরাব রাজা চৌধুরী, সুমন রহমান, জাকারিয়া অপু, ইরফান আহমেদ কাওসার প্রমুখ। জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে জাতীয় ও দলীয় সঙ্গীতের পর এ অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
Posted ১১:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh