বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২১ মে ২০২৫
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, চলতি বছরের জুন মাসের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। তিনি আগামী অর্থবছরে এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্যের কথাও জানান। খবর : ইউএনবির।
বুধবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর এই পূর্বাভাসগুলোর কথা তুলে ধরেন। ব্যাংকিং খাত এবং ক্ষুদ্রঋণ সম্পর্কেও কথা বলেন ড. মনসুর। বলেন, ‘২৬ শতাংশ সুদের হারে ক্ষুদ্রঋণ টিকতে পারে না।’
তিনি বলেন, ‘গ্রাহকরা এজেন্ট ব্যাংক শাখা থেকে অর্ধেক সুদে ঋণ পাচ্ছেন। এমতাবস্থায় ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকতে না পারায় উচ্চ সুদের ক্ষুদ্রঋণ বাজার থেকে বাদ দেওয়া হবে।’
রিজার্ভ সম্পর্কে তিনি আরও বলেন, ‘পরের মাসে রিজার্ভ ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে। আগামী অর্থবছরে এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাও রয়েছে।’
এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি মাসের ১৯ মে পর্যন্ত দেশের মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ গণনা পদ্ধতি অনুসারে বর্তমানে দেশের রিজার্ভ ২০ বিলিয়ন ডলারেরও বেশি।
Posted ১০:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh