বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
জ্যাকসন হাইটসের ৩৭-৪৬ ৭২ ষ্ট্রিটে অ্যাফোর্ডেবল হাউজিং লটারির মাধ্যমে ছয় তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্টে বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেয়া হবে। এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের নির্মাতা ওয়েরবার রিয়েল এষ্টেট ও সোসিয়াস ডেভেলপমেন্ট গ্রুপ এবং নকশা তৈরি করেছে মারভেল আর্কিটেক্টস। ভবনটিতে মোট ১৫৪টি মিশ্র ধরনের ষ্টুডিয়ো, এক, দুই, তিন ও চার বেডরুমের অ্যাপার্টমেন্ট ইউনিট রয়েছে।
এছাড়া এনওয়াইসি হাউজিং কানেক্টেও ৩৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে ওই এলাকার মাঝারি আয়ের লোকদের জন্য যাদের বার্ষিক আয় ৩৮,৪৩৫ ডলার থেকে ১৮৩,০০০ ডলার। জ্যাকসন হাইটসের এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেও আওতায় রয়েছে ৫,০০০ বর্গফুটের মনোরম উদ্যান এবং ১২,০০০ বর্গফুট আয়তনের একটি ডেক, যেখানে বসার, রান্নার ব্যবস্থা ও গ্রিল, ফায়ারপ্লেস, ট্যারেস, ফিটনেস সেন্টার, শিশুদের জন্য খেলাধূলার রুম, স্ক্রিনিং রুম, লণ্ড্রি রুম, যোগ ব্যায়ামের স্থান, বাইক রাখার স্থানসহ অন্যান্য সুবিধাদি রয়েছে। এই কমপ্লেক্সে আছে ১৫টি অ্যাফোর্ডেবল স্টুডিয়ো, মাসিক ভাড়া ১,১২১ ডলার।
যাদের আয়সীমা ৩৮,৪৩৫ ডলার থেকে ১১৮,৩০০ ডলার তারা এই ষ্টুডিওগুলোর জন্য আবেদন করতে পারেন। বার্ষিক ৬৭,২৬৯ ডলার থেকে ১৩৩,১২০ ডলার যাদের আয় তারা ১৯টি এক বেডরুমের অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করতে পারেন। এক বেডরুমের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ১,৯৬২ ডলার। নয়টি ২ বেডরুমের অ্যাপার্টমেন্ট আছে, যেগুলোর মাসিক ভাড়া ২,৮৪৯ ডলার, সেগুলোর জন্য আবেদন করতে পারেন ৯৭,৬৮০ ডলার থেকে ১৫৯,৬৪০ ডলার পর্যন্ত আয়ের লোকজন। চারটি তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট আছে, মাসিক ভাড়া ৩,২৮৩ ডলার এবং এই অ্যাপার্টমেন্টগুলোর জন্য তারাই আবেদন করতে পারবেন, যাদের বার্ষিক আয় ১১২,৫৬০ ডলার থেকে ১৮৩,৩০০ ডলারের মধ্যে। ২০২১ সালের মধ্যে অ্যাপার্টমেন্টগুলোর জন্য আবেদন করতে হবে।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh