নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু জ্যাকসন হাইটসের ৭২-২৭ ৩৭ এভিনিউ ঠিকানায় আরো একটি বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্ট উদ্বোধন হলো। একাধিক মালিকানায় প্রতিষ্ঠিত জমজম গ্রীল নামের রেষ্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে শুক্রবার অপরাহ্নে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৃথক পৃথকভাবে ফিতা কেটে জমজম-এর উদ্বোধন করেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জেসিকা রামোস ও রেষ্টুরেন্টটির প্রধান শেফ আশিকুর রহমান। এসময় রেষ্টুরেন্টটির স্বত্ত্বাধিকারীগণ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
দোয়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আব্দুস সাদিক এবং দোয়া পরিচালনা করেন মওলানা ফায়েক উদ্দিন। এসময় ব্যবসা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করা হয়।জমজমএনওয়াইসি রেষ্টুরেন্টটির স্বত্তাধিকারীগণ হলেন আব্দুল্লাহ মঞ্জু, সোহেল আব্দুল, জহিরুল হক, ইউসুফ ও আনোয়ার। তারা জানান এর খাবার সম্পূর্ণ হালাল এবং ক্রেতাদের সুবিধার্থে সকল প্রকার ক্যাটিরিং এর ব্যবস্থা থাকবে। সপ্তাহের সাত দিনই বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা। নিউইয়র্ক (ইউএনএ)
Posted ১১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh