নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের দার-উল ফোরকান মসজিদে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ৫ জুন বৃহস্পতিবার সকালে মসজিদের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ৩৫ এভিনিউর’ ৭১ স্ট্রিটের কর্ণারের এই মসজিদের সাদাকা বক্স ভেঙ্গে সেখান থেকে ডলার চুরি করে নিয়ে যায়।
মসজিদ কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা যখন ফজরের নামাজ আদায় করেন তখনো সবকিছু ঠিক ছিল। কিন্তু সকাল ১১ টার দিকে যখন মসজিদের মুয়াজ্জিন আসেন, তখন দেখা যায় মসজিদের দরজা ভাঙ্গা। মুয়াজ্জিন তখন ইমামকে কল করেন। পরে ইমাম বাড়ির মালিককে বিষয়টি জানান।
তাৎক্ষণিক বাড়ির মালিক পুলিশে কল দিয়ে বিস্তারিত অভিযোগ করেন। মসজিদের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভিতরের দুটি সাদাকা বাক্সের তালা কেটে চোর সব ডলার নিয়ে গেছে। পরে সিসি টিভি ফুটেজে দেখা যায় সকাল ৯ টা ২০ মিনিটের দিকে এক চোর দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এদিকে দুপর একটার দিকে পুলিশ ঘটনাস্থল মসজিদ পরিদর্শন করেছে। এসময় পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ হস্তান্তর করা হয়।
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh