বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
ভ্যাকসিন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গভর্ণর এন্ড্রু ক্যুমো।
সমতার ভিত্তিতে ও দক্ষতার সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন দেয়ার উদ্দেশ্যে জ্যামাইকায় গত ২৪ ফেব্রুয়ারি বুধবার থেকে ভ্যাকসিনেশন সেন্টার চালু করা হয়েছে। নিউইয়র্ক স্টেট প্রশাসনের উদ্যোগে সিটিতে চালু করা এই সেন্টারে প্রতিদিন এক হাজার পাঁচশ’ লোককে ভ্যাকসিন দেয়ার লক্ষ্য স্থির করা হয়েছে এবং সেন্টারটি স্থাপন করা হয়েছে ইয়র্ক কলেজের জিমনেশিয়ামে। আগামী ৮ সপ্তাহ ধরে এখানে ভ্যাকসিন দেয়া হবে।
এখানে ২০টি জিপকোডের আওতাধীন এলাকার বাসিন্দারা ভ্যাকসিন নেয়ার জন্য তালিকাভূক্ত হতে পারেন। এই জিপকোডগুলো হচ্ছে: ১১৪৩৬, ১১৪৩৪, ১১৪৩৩, ১১৪১৯, ১১৪১৩, ১১৪১২, ১১৪২২, ১১৪২৯, ১১৪২০, ১১৪১১, ১১৪১৮, ১১৪৩৫, ১১৪২৮, ১১৪২৩, ১১৪৩২, ১১৪২৭, ১১৪৩৯, ১১৪৯১, ১১৪৯২ ও ১১৪৯৩। এই জিপকোডগুলো ছাড়া অন্য কোন জিপকোডে আওতাধীন এলাকার বাসিন্দারা ইয়র্ক কলেজ ভ্যাকসিনেশন সেন্টারে ভ্যাকসিন নেয়ার জন্য তালিকাভূক্ত হতে পারবেন না।
যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদেরকে উপরোক্ত জিপকোড ভূক্ত এলাকায় বসবাস অর্থ্যাৎ রেসিডেন্সির প্রমাণ দিতে হবে। তারা স্টেট আইডি, কনস্যুলেট আইডি প্রদর্শন করতে পারেন। ভ্যাকসিন গ্রহণে আগ্রহীরা যদি ৬৫ বছর বয়সের উর্ধে না হন, তাহলে তাদের ভ্যাকসিন নেয়ার উপযুক্ততা হিসেবে ব্যক্তিগত পরিচিতি ছাড়াও পেশাগত পরিচয় উপস্থাপন করার কথা বলা হয়েছে। কারো হেলথ ইন্স্যুরেন্স থাকলে সেটিও সঙ্গে নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
ইয়র্ক কলেজ ছাড়াও ব্রুকলিনের মেডগার এভারস কলেজে নিউইয়র্ক স্টেটের পক্ষ থেকে একটি ভ্যাকসিনেশন সেন্টার গতকাল বুধবার থেকে চালু করা হয়েছে। সেখানেও দৈনিক এক হাজার পাঁচশ ব্যক্তিকে ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। স্টেট প্রশাসন ভ্যাকসিন দেয়ার গতি বৃদ্ধির উদ্দেশ্যে নিউইয়র্ক সিটির বাইরে আরো কিছু ভ্যাকসিনেশন সেন্টার চালু করার জন্য উপযুক্ত জায়গার সন্ধান করছে, যেখানে দৈনিক অন্তত এক হাজার করে লোককে ভ্যাকসিন দেয়া সম্ভব হবে। স্টেট প্রশাসন ফেমা ও সিডিসির সঙ্গে যৌথভাবে এই কেন্দ্রগুলোর কাজ পরিচালনা করবে।
Posted ৬:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh