রবিবার, ১৩ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকায় ডা. শামীম আহমেদ’র নতুন অফিস

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

জ্যামাইকায় ডা. শামীম আহমেদ’র নতুন অফিস

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ও অভিজ্ঞ চিকিৎসক ডাঃ শামীম আহমেদ। সিটির বাংলাদেশী অধ্যুষিত উডসাইড-জ্যাকসন হাইটস এলাকায় তার রয়েছে গেটওয়েল মেডিকেল কেয়ার, পিসি নামে একটি মেডিকেল অফিস। যেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও নূতন হেলথ ইন্সুরেন্স ও তা হালনাগাদ করার জন্য কর্মরত আছেন হেলথ ইন্সুরেন্স এজেন্ট। অত্যন্ত সুন্দর পরিবেশে অত্যাধুনিক ইকুইপমেন্ট দিয়ে সাজানো হয়েছে নূতন অফিসটি। সম্প্রতি ডাঃ শামীম আহমেদ জ্যামাইকায় নূতন মেডিকেল অফিস খুলেছেন ১৭০-২৫ সিডারক্রফট রোডে। ১৬৯ স্ট্রীট ও হিলসাইড এভিন্যুর এক ব্লক উপরে। অপরদিকে ৩৫-৩০, ৬৪ স্ট্রীট উডসাইডে রয়েছে আরো একটি সুসজ্জিত অফিস। কমিউনিটির সাধারণ মানুষ যাতে সহজে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন সে ব্যাপারে উভয় মেডিকেল অফিস অত্যন্ত সচেতন বলে জানান ডাঃ শামীম আহমেদ। বিশেষ করে নবাগত বাংলাদেশী অভিবাসীদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা সেবার বিষয়টি যত্নের সাথে সম্পন্ন করা হয় এ দুটি মেডিকেল অফিসে। কোন রোগী যাতে কোনভাবে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে তার মেডিকেল অফিস সর্বদাই সচেষ্ট। মেডিকেল অফিস দু’টিতে কর্মরত সবাইকে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে বলে জানান তিনি।

আমেরিকার বোর্ড সার্টিফাইড মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শামীম আহমেদ জানান, বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটিকে উন্নতমানের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে বাংলাদেশী অধ্যুষিত এই এলাকাকে বেছে নেয়া হয়েছে। তিনি বলেন, এ এলাকায় রয়েছে আমাদের বিশাল কমিউনিটি।

এখানে নূতন করে স্বাস্থ্য সেবাদানকারী একটি প্রতিষ্ঠান চালু করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। নুতন মেডিকেল অফিসে এখানে প্রায় সকল হেলথ ইন্সুরেন্স গ্রহণ করা হয়। তবে যাদের হেলথ ইন্সুরেন্স নেই তাদেরও স্বল্পমূল্যে চিকিৎসার বিশেষ সুযোগ রয়েছে। দ্বিতীয় শাখা অফিস সম্পর্কে ডাঃ শামীম বলেন, এ এলাকায় বসবাসকারী বাংলাদেশীদের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতেই নূতন এই মেডিকেল অফিস চালু করা হয়েছে।

নূতন মেডিকেল অফিসে সবধরণের চিকিৎসা সুবিধা রয়েছে। সম্পূর্ন নূতনভাবে এবং নিজস্ব ভবনে সুপরিসরে মেডিকেল অফিসটির লোকেশন অত্যন্ত চমৎকার। রোগীরা সহজে এই মেডিকেল অফিসে আসা-যাওয়া করতে পারেন। ডাঃ শামীম আহমেদ আরো জানান, তাদের সেবাসমূহের মধ্যে রয়েছে প্রাইমারী কেয়ার/ইন্টারনাল মেডিসিন। এই মেডিকেল সেন্টারে ইকেজি, প্যাপ টেস্ট, রুটিন ল্যাবস, প্রেগনেন্সি টেস্ট, এলার্জি টেস্ট, টিএলসি/ভিশন টেস্ট, ইমিগ্রেশন ফিজিক্যাল, ফ্লু-শট ও হজ্ব ভ্যাকসিন, স্কুল/জব ফিজিক্যাল, এ্যাজমার চিকিৎসা, নেবুলাইজার, ফ্রি ব্লাড প্রেসার ও ডায়াবেটিস চেক-আপের ব্যবস্থাসহ অনেক সেবাই রয়েছে এ প্রতিষ্ঠানে। প্রয়োজনে যে কেউ যোগাযোগ করতে পারেন-৭১৮-৩০৫-১২৬২ নাম্বারে।

Posted ৩:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.