নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
নিউইয়র্ক : হিলসাইড এভিনিউতে খাদ্য বিতরণ করেন বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকা এবং বাংলাদেশী আমেরিকান সোসাইটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকা এবং বাংলাদেশী আমেরিকান সোসাইটির যৌথ উদ্যোগে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার দুপুরে নিউইয়র্কের জ্যামইকায় বিপুল সংখ্যক মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে এই খাদ্য তথা উপহার সামগ্রী গ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় তিনশ মানুষের হাতে তারা খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় বাংলাদেশী আমেরিকান সোসাইটির প্রেসিডেন্ট, চেয়ারম্যান,কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী বলেন,রাজনীতির ধর্মই মানুষের সেবা করা। আর মানুষের হাতে পবিত্র রমজানে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি এটি বেশ স্বস্তিদায়ক ও আনন্দদায়ক আমাদের সবার জন্য। তিনি দুটি সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকা’র সভাপতি সৈয়দ বাহালুল উজ্জল বলেন,সংগঠনটির আত্মপ্রকাশের পর থেকেই আমরা মানুষের কল্যাণে কাজ করে আসছি। বিশেষ করে করোনাকালে সবার আগে আমরা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। কাগজপত্রহীন মানুষের হাতে ক্যাশ টাকাও তুলে দিয়েছি। এরই ধারাহাহিকতায় আজকে মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। কমিউনিটির মানুষের প্রয়োজনে বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকার কার্যক্রম অব্যাহত থাকবে। সিটি কাউন্সিলম্যান প্রার্থী ও বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকার উপদেষ্টা সাবুল উদ্দিন বলেন, কমিউনিটির মানুষের প্রয়োজনে আমি ছিলাম, ভবিষ্যতেও থাকব। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন চাই।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকার উপদেষ্টা মুক্তিযোদ্ধা কাজী কামাল হোসেন, মো: ফারুকুজ্জামান, সহ সভাপতি আব্দুল মজিদ আকন্দ, সহ সম্পাদক ও নব নির্বাচিত কমিউনিটি বোর্ড মেম্বার আহনাফ আলম, প্রচার সম্পাদক শাহ ফারুক রহমান, বাংলাদেশী আমেরিকান সোসাইটি কর্মকর্তা শেখ আল আমিনসহ অনেকে।
বাংলাদেশী আমেরিকান সোসাইটির খাদ্য বিতরন অব্যাহত
বাংলাদেশী আমেরিকান সোসাইটি কোভিড ১৯ এ আক্রান্ত ক্ষতিগ্রস্ত বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির মানুষের পাশে দাডিয়ে নিরলসভাবে মানবিক সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে । করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এই সংগঠনটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘরে ঘরে এবং কখনো রাস্তায় , মসজিদ, মন্দির ও গীর্জায় যেয়ে মানুষকে খাবার, মাক্স ও হ্যান্ডস্যানিটাইজার পৌছে দিচ্ছে । তারই ধারাবিকতায় গত বুধবার জ্যামাইকার হিলসাইডে সেলিম বিরায়িনী রেস্টুরেন্টের সামনে এবং কুইন্সের বিভিন্ন এলাকায় ৫০০ শতাধিক পরিবারকে সব্জি ও ফল বিতরন করেছে । এই প্রর্যন্ত সংগঠনের পক্ষে থেকে হাজার হাজার পরিবারকে খাদ্য সামগ্রী এবং মাক্স বিতরণ করা হয়েছে । সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি মাসে ২ অথবা ৩ বার এই খাবার বিতরন করে থাকে । ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাবার গ্রহন করার জন্য অনুরোধ করা হয়েছে ।
Posted ৪:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh