বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
বক্তব্য রাখছেন মেয়রপ্রার্থী এরিক অ্যাডামস।
সম্প্রতি নিউইয়র্ক সিটি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হেইট ক্রাইম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বেড়ে গেছে নানাধরণের অপরাধ কর্ম। বিশেষ করে নিউইয়র্ক সিটিতে এশিয়ান আমেরিকানদের উপর আক্রমনের ঘটনায় নিউইয়র্কবাসী উদ্বিগ্ন। অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়া এসব ঘটনাকে হেইট ক্রাইম বলে মনে করছেন তারা। উদ্ভূত এ পরিস্থিতিতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় জনপ্রতিনিধিরাও উদ্বিগ্ন। এসব ঘটনায় সিটির বিভিন্ন এলাকায় চলছে প্রতিবাদ সমাবেশ। এরই ধারাবাহিকতায় হেইট ক্রাইম বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় জ্যামাইকায়। গত ১৩ জুন, রোববার দুপুরে জ্যামাইকা মুসলিম সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে হেইট ক্রাইমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ব্রুকলীন বরো প্রেসিডেন্ট ও নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী এরিক অ্যাডামস।
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ তীব্র ভাষায় নিন্দা করেন হেইট ক্রাইম সংঘটনকারীদের। তারা বলেন, আমেরিকা শান্তি, স্বপ্ন ও সম্ভাবনার দেশ। এখানে হেইট ক্রাইম ও অপরাধীদের কোন স্থান নেই। হেইট ক্রাইম নয় ভালোবাসা দিয়ে জয় করতে হবে মানুষের মন। সৃষ্টি করতে হবে সহাবস্থানের পরিবেশ। তারা হেইট ক্রাইমকারীদেরকে কঠোর হস্তে দমন করার আহবান জানান আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি। সম্প্রতি কানাডায় একটি মুসলিম পরিবারের চারজন সদস্যকে গাড়ী চাপা দিয়ে হত্যার ঘটনাকে অত্যন্ত হিংসাত্মক ও অমানবিক বলে উল্লেখ করেন বক্তাগণ। বক্তাগণ হেইট ক্রাইমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
নিউইয়র্ক পুলিশের মুসলিম অফিসার্স সোসাইটি, বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা), দেশী সোসাইটি সহ আটটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে কমিউনিটি লিডার, নির্বাচিত জনপ্রতিনিধি ও ইন্টারফেইথ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুসলিম অফিসার্স সোসাইটির সভাপতি ও নিউইয়র্ক পুলিশের ৮৪ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন আদিল রানার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, অ্যাসেম্বলিউইমেন জেনিফার রাজকুমার, কাউন্সিলম্যান ডেনিক মিলার, বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) প্রেসিডেন্ট ও ১১৪ প্রিসিঙ্কটের এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন কারাম চৌধুরী, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম শামসে আলী, কমিউনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ার, নারী নেত্রী দীপ্তি শর্মা প্রমুখ ও নিউইয়র্ক সফররত জর্জিয়া স্টেট সিনেটর বাংলাদেশী বংশোদ্ভূত শেখ আবদুর রহমান (শেখ রহমান) ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মির্জা আবু জাফর বেগ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এ বিএম ওসমান গণি, নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনের ডিস্ট্রিক্ট-২৪ থেকে কাউন্সিলম্যান প্রার্থী সাইফুর খান হারুন ও মোহাম্মদ সাবুল উদ্দিন, কুইন্স ডিস্ট্রিক্ট জাজ প্রার্থী অ্যাটর্নি সোমা সাঈদ, ডেমোক্র্যাটিক লিডার মিজান চৌধুরী, শাহরিয়ার রহমান, কমিউনিটি বোর্ড মেম্বার আকতার রহমান টিপু, সুমন খান, বাপার ট্রেজারার পুলিশ অফিসার রাসেক মালিক, ইভেন্ট কো-অর্ডিনেটর পুলিশ অফিসার মামুন সর্দার প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম মঞ্জুরুল করিম।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh