বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
নিউইয়র্ক : খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণকালে অতিথি ও আয়োজকবৃন্দ।
নিউইয়র্ক সিটিতে করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমন শুরু হয়েছে। নুতন করে নানা ধরণের সমস্যা দেখা দিয়েছে কমিউনিটিতে। সাধারণ মানুষের এসব সমস্যা লাঘবে তাদের পাশে আবারো দাঁড়িয়েছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। আর এ সংগঠনটির সাথে যৌথভাবে কাজ করছে হোমকেয়ার এজেন্সি ডিএইচ কেয়ার এবং হেলথ ইন্সুরেন্স কোম্পানী ফিডেলিস কেয়ার। এ উপলক্ষে গত ২০ নভেম্বর, শুক্রবার অপরাহ্ন ২টায় জ্যামাইকায় ১৬৮স্ট্রীটে সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকা অফিস আঙ্গিনায় আয়োজন করা হয় খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ ফকরুল ইসলাম দেলোয়ার, সেক্রেটারী সৈয়দ মোস্তফা রাসেল, ডিএইচ কেয়ার’র অন্যতম স্বত্ত্বাধিকারী শাহারিয়ার এবং ফিডেলিস কেয়ার কমিউনিটি রিলেসন্স কর্মকর্তা ইয়ারা হোসেনের নেতৃত্বে শুরু হয় সেবামূলক কর্মকান্ড। জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ খাবার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ পর্বের পূর্বাহ্নে দোয়া মুনাজাত পরিচালনা করেন। ফকরুল ইসলাম দেলোয়ারের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলি মেম্বার ডেভিড ওয়েপ্রিন, শাহরিয়ার ও ইয়ারা হোসেন। এ পর্বে উপস্থিত ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান, উপদেষ্টা ও জেএমসি’র সেক্রেটারী মঞ্জুর আহমেদ চৌধুরী, কমিউনিটি এ্যাক্টিভিস্ট জুলকার হায়দার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডিএইচ কেয়ারের কর্মকর্তা শাহারিয়ারের নেতৃত্বে একদল উদ্যোমী তরুণ বিপুল সংখ্যক খাবার প্যাকেট বিতররণ করেন সাধারণ মানুষের মাঝে। প্রতি সপ্তাহেই তারা সিটির বিভিন্ন স্থানে বিনামূল্যে খাবার বিতরণ করে থাকেন। এজন্য তাদের খাবার তৈরী এবং গরম রাখার রয়েছে স্বয়ংসম্পূর্ন একটি বিশাল ট্রাক। অনুষ্ঠানস্থলে এই ট্রাক থেকেই গরম খাবার প্যাকেট বিতরণ করা হয়। এছাড়া মাস্কও ছিলো তাদের প্যাকেজে। ফিডালিস কেয়ারের পক্ষ থেকে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে বিতরণ করা হয় ফুড ভাউচার। ১৫ ডলার মূল্যমানের ভাউচার যা দিয়ে তারা দোকান থেকে খাদ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। ফিডালিস কেয়ার অন্যান্য স্বাস্থ্য সামগ্রীও বিতরণ করে। বিভিন্ন কম্যুনিটির নারী-পুরুষের মাঝে এসব সামগ্রী বিতড়ণ করা হয়।
এক পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত হন নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীতে সদ্য নির্বাচিত মেম্বার জেনিফার রাজকুমার। যিনি ডেমোক্র্যাট দলীয় প্রথম সাউথ এশিয়ান নারী। তিনি এই পদে গত ৩ নভেম্বরের নির্বাচনে জয়ী হন। জেনিফার রাজকুমার খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তৃতায় এ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, ডিএইচ কেয়ার ও ফিডেলিস কেয়ার’র প্রশংসা করেন। ফখরুল ইসলাম দেলোয়ার অনুষ্ঠানটি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির অতীতের মতো ভবিষ্যতেও অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে সম্মিলিতভাবে কমিউনিটির সেবা অব্যাহত রাখবে। সেক্রেটারী সৈয়দ মোস্তফা রাসেল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান সহযোগিতা প্রদানের জন্য। ডিএইচ কেয়ারের শাহরিয়ার তার টিমের সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবের পর থেকেই নিয়মিতভাবে কমিউনিটি বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
Posted ১০:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh