বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি-জেবিএফএস। স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রশংসিত হয়ে আসছে। বিগত কয়েকবছর যাবত সামারের ছুটি শেষে ব্যাক টু স্কুল ইভেন্টের আয়োজন করে থাকে সংগঠনটি। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে তাদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় বিনামূল্যে।
এবারো সংগঠনটি ব্যাক টু স্কুল ইভেন্ট আয়োজন করেছে ১ সেপ্টেম্বর, শুক্রবার বিকেল ৫টায়। জ্যামাইকা হিলসের ১৬৫ স্ট্রিট ও হাইল্যান্ড এভিন্যুস্থ ক্যাপ্টেন টিলি পার্কে অনুষ্ঠেয় এই ইভেন্টে শিক্ষার্থী সহ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠটির কর্মকর্তাবৃন্দ। কাউন্সিলম্যান জিম জিনারোর সহযোগিতায় আয়োজিত এই ইভেন্টে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে। ব্যাক টু স্কুল ইভেন্টের জন্য গঠন করা হয়েছে একটি আহ্বায়ক কমিটি। ইভেন্টটি সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ১২:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh