নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইফতার ও মিলাদ মাহফিল গত ২২ মার্চ শনিবার কুইন্সের আগ্রা প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ। এতে কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক ও নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু।
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে জেবিএ’র সভাপতি শাহ নেওয়াজের ভুয়সী প্রসংশা করেন। তিনি বলেন, শাহ নেওয়াজের মতো সবাইকে কমিউনিটির সেবায় এগিয়ে আসতে হবে। বাংলাদেশি কমিউনিটির জন্য সিটি ও স্টেট গর্বিত। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক সৈয়দ রাব্বি।
ইফতার ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাসির আলী খান পল, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, ইঞ্জিনিয়ার মোহাম্মেদ সাদেক, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, রিয়েলটর নূরুল আজিম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মো. ফকরুল ইসলাম দেলোয়ার, রানো নেওয়াজ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবিব, হাবিবুর রহমান, আব্দুর রশীদ বাবু, আকতার বাবুল, বিল্লাল হোসেন, এমএন হায়দার মুকুট, রেজা রশীদ, বেলাল আহমেদ, জে. মোল্লা সানি, কামরুল ইসলাম সনি ও কাজী তোফায়েল ইসলাম প্রমুখ।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh