টরোন্টো : | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
গত ৩১ জুলাই সোমবার টরোন্টো সিটির লবঙ্গ রেস্টুরেন্টে ফোবানা সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠনের উদ্দেশ্যে এক সাংবাদিক ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। প্রস্তুতি কমিটির আহবায়ক দু’জন, তারা হচ্ছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মুহাম্মদ হাসান ও বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি রাসেল রহমান।
সদস্য সচিব-খোকন রহমান, প্রধান উপদেষ্টা- ফোবানার প্রাক্তণ কনভেনর মাহবুব রব চৌধুরী, চেয়ারম্যান, ঘরোয়া রেস্টুরেন্টের মালিক সৈয়দ শামসুল আলম, ভাইস চেয়ারম্যান -আজিম দেওয়ান। আবু জোবায়ের দারা সম্মেলনের ২০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। স্বাগত বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান গিয়াস আহমেদ। টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আতিকুর রহমান সাল, তপন ও মি. দারা।
Posted ৬:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh