নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের
নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও জনপ্রিয় টাইম টেলিভিশনের সিইও আবু তাহের করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৫ এপ্রিল সোমবার তিনি করোনা টেষ্ট করালে রিপোর্টে পজেটিভ আসে। তার বড় কন্যা সাহলাও করানায় আক্রান্ত হয়েছে। এ তথ্য ফেসবুকে নিশ্চিত করেছেন সাংবাদিক আবু তাহেরের স্ত্রী মেরী জোবায়দা। নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩৭ থেকে বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেরী জোবায়দা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- ‘আমার ঘরে কোভিড ১৯। আমার স্বামী এবং বড় মেয়ে কোভিড ১৯ পজেটিভ। আমি ও ছোট দুই সন্তান এখনো সুস্থ আছি। আমদের পরিবারের জন্য দোয়া করবেন।’
জানা গেছে, গত ২ এপ্রিল শুক্রবার বিকেলে সাংবাদিক আবু তাহের করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর ২/১দিন শরীরে একটু ব্যাথা অনুভব করলেও বড় ধরণের কোন সমস্যা বা করোনার কোন উপসর্গ অনুভব করেননি। সোমবার বিকেলে তিনি করোনা টেষ্ট করালে তার পজেটিভ রিপোর্ট আসে। এরপর এদিন সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা করোনা টেষ্ট করালে স্ত্রী সহ তার অপর দুই পুত্র-কন্যা সুস্থ্য বলে রিপোর্ট আসলেও বড় কন্যা সাহলার রিপোর্টে পজেটিভ ধরা পড়ে। জনাব আবু তাহের তার কন্যাকে নিয়ে লং আইল্যান্ড সিটির বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। আবু তাহের ও তার কন্যা সাহলার আশু সুস্থ্যতায় তার পরিবার এবং বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে। নিউইয়র্ক (ইউএনএ)
Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh