বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ। ৩০ মার্চ (মঙ্গলবার) নেপিয়ারের ম্যাকলেন পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ হেরেছে ২৮ রানে। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় সফরকারীরা। আগামী ১ এপ্রিল সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
নেপিয়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের শুরুতে কিউই ব্যাটসম্যানদের দ্রুত আউট করতে পারলেও পরবর্তীতে আর কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় নিউজিল্যান্ড। এর মধ্যে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর পুনরায় খেলা শুর হলে গ্লেন ফিলিপস ও ডারিল মিশেলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৭.৫ ওভারে স্বাগতিকদের স্কোর গিয়ে দাঁড়ায় ১৭৩ রানে। এরপর আবার বৃষ্টির কারণে খেলা স্থগিত করেন আম্পায়াররা।
পরে বৃষ্টি আইনে ১৬ ওভারে টাইগারদের সামনে ১৪৮ রানের টার্গেট দেওয়া হয়েছিলো। কিন্তু খেলা দুই ওভার গড়াতেই স্থগিত করেন ম্যাচ রেফারি। এরপর টাইগারদের টার্গেট বদলে ১৭০ করে দেন তিনি।
ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান লিটন দাস। পরে নিউজিল্যান্ডের বোলারদের উপর ঝড় তোলেন সৌম্য সরকার। তিনি মাত্র ২৫ বলে ৫০ রান করেন তিনি। তবে নিজের ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ২৭ বলে ৫১ রান করে টিম সাউদির বলে বিদায় নেন তিনি। এর পর দ্রুত মোহম্মদ নাঈম (৩৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (২১) ফিরে গেলে বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৬ ওভারে ৭ উইকেটে ১৪২ রান তুলতে পারে। ফলে ২৮ রানের জয় পায় স্বাগতিকরা।
Posted ১:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh