নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
বাংলাদেশী ক্রিকেট লীগ অফ ইউএসএ আয়োজিত ‘বাংলাদেশ ক্রিকেট লীগ’র টি-থার্টি এর সেমিফাইনাল খেলায় অল স্টার ক্লাব এবং এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব জয়লাভ করে ফাইনালে উঠেছে। আগামী ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় নিউইর্য়কের কুইন্সের ড. ড্রু মাঠে এই দল দু’টির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ‘বাংলাদেশ ক্রিকেট লীগ’-এর সেমিফাইনালে খেলা দু’টি গত ১০ অক্টোবর শনিবার পৃথক দুটি মাঠে অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
কুইন্সের ড. ড্রু মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম সেমি ফাইনাল খেলায় নিউইয়র্ক ফেয়ারলেস ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে নিউইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাব ফাইনালে নিজেদের আসন নিশ্চিত করে। নিউইয়র্ক ফেয়ারলেস টসে জয়লাভ করে ২৫ ওভার ১ বলে সব কটি উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। খেলায় নিউইয়র্ক ফেয়ারলেসের ব্যাটসম্যান জনি ২৫ ও আসিফ ২২ রান করেন এবং নিউইয়র্ক অলষ্টারের বোলার সেন্টু ৪টি ও দর্জি ৩টি করে উইকেট নেন।
জবাবে নিউইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাব ২৭ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান করে জয় লাভ করেন। খেলায় অল স্টারের জামিল ৪৩ ও সুমন ব্যাপারী ১৮ রান করেন এবং নিউইয়র্ক ফেয়ারলেসের বোলার রাসেল ৩টি ও সুমন খান ২টি করে উইকেট নেন। নিউইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাবের জামিল ৪৩ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অপরদিকে বেজলী পন্ড পার্কের মাঠে অনুষ্ঠিত দিনের অপর সেমি ফাইনাল খেলায় ইউনাইটেড ফাইটার্স ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে পরাজিত করে এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব ফাইনালে উত্তীর্ণ হয়। ইউনাইটেড ফাইটার্স ক্রিকেট ক্লাব টসে জয়লাভ করে নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। ইউনাইটেড ফাইটার্সের মিন্ময় ২৭ ও হাসিব ২৬ রান করেন এবং এনওয়াই পাইরার্সের হাসনাত ও সম্পত ২টি করে উইকেট নেন।
জবাবে এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। এনওয়াই পাইরার্সের আকরাম ৭০ ও হাসনাত ২৮ রান করেন এবং ইউনাইটেড ফাইটার্সের রানা জামান ও হাসিব ৩টি করে উইকেট নেন। এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাবের খেলোয়াড় আকরাম ৭০ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
সংশ্লিষ্টরা জানান, ১৭ অক্টোরব শনিবার সকাল ১০টায় কুইন্সের ড. ড্রু মাঠে নিউইয়র্ক অল স্টার ক্রিকেট ক্লাব এবং এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাবের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সকল ক্রিকেটপ্রেমীকে মাঠে এসে ফাইনাল খেলা দেখার জন্য বাংলাদেশী ক্রিকেট লীগের প্রেসিডেন্ট জিয়া ও ভাইস-প্রেসিডেন্ট মনি আমন্ত্রণ জানিয়েছেন।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh