বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১
ডাইভারসিটি প্লাজায় বক্তব্য রাখছেন গিয়াস আহমেদ। পাশে নেতৃবৃন্দ।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ উপলক্ষে গত ২৯ মে শনিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও তবারক বিতরণ। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান। উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মূলধারা রাজনীতিক গিয়াস আহমেদ।
যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ মোনাজাত পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব আশিক রহমান, বিএনপি নেত্রী রিতা রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সহসভাপতি মনজুর আহমদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, আনোয়ার হোসেন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু তাহের, নিউইয়র্ক স্টেট বিএনপির ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুল্লাহ, নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা মাহফুজুল মাওলা নান্নু, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা-সভাপতি পারভেজ সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, সৈয়দ এম রেজা, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন টেক্সাস বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ বশীর, যুক্তরাষ্ট্র বিএনপির নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, আবুল হাশেম বুলবুল, নিয়াজ আহমেদ জুয়েল প্রমুখ। প্রধান বক্তার বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ্য এবং কারাবন্দি। তারুণ্যের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসনে। হামলা-মামলায় দলের এ নেতাকর্মীরা আছেন দৌড়ের উপর। এমতাবস্থায় আমাদের আন্দোলন হবে বেগম জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনপ্রবর্তন করা। এখন কোন উৎসব আয়োজনের সময় নয়। তিনি বলেন, শহীদ জিয়ার জন্ম না হলে বাংলাদেশ হতো না। মহান স্বাধীনতার ঘোষক জিয়ার আদর্শ সামনে রেখে আমাদেরকে এগুতে হবে। অনুষ্ঠানের শেষে তবারক বিরতর করা হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মী এ অনুষ্ঠানে যোগ দেন।
Posted ৩:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh