বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নূরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নূরসহ একাধিক জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল অভিযুক্ত হাসান আল মামুন, আর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
২১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে লালবাগ থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নূরের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি লালবাগের নবাবগঞ্জ রোডের একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীর।
Posted ২:১১ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh