বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
নিউইয়র্কের বাংলাদেশী কমিনউনিটিতে বিশেষ করে বয়স্কদের মাঝে অত্যন্ত সুপরিচিত হোমকেয়ারের সিডিপ্যাপ সার্ভিস। সম্প্রতি এই সার্ভিসে বড় ধরণের পরিবর্তন এনেছে নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্ট। নতূন নিয়মে প্রায় ৬শতাধিক হোমকেয়ার সার্ভিস প্রতিষ্ঠান তাদের কার্যকারিতা হারিয়েছে। বিপরীতে মূল একমাত্র প্রতিষ্ঠান পিপিএল’র এর দায়িত্বভার গ্রহণ করে।
পরবর্তীতে পিপিএল এর অধিনে সিডিপ্যাপ সেবার সুযোগ বৃদ্ধির জন্য প্রায় ৪০টি প্রতিষ্ঠানকে অন্তর্ভূক্ত করা হয়। তন্মধ্যে পিপিএল এর আওতাভূক্ত হয়েছে একমাত্র বাংলাদেশী লাইসেন্স প্রাপ্ত হোমকেয়ার প্রতিষ্ঠান ডিএইচ কেয়ার। হোম কেয়ার সার্ভিসে নিবেদিত ডিএইচ কেয়ার এনওয়াই এলএলসি, বহুল আলোচিত পিপিএল’র সদস্য হলো। নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্টের হোম হেলথ কেয়ার লাইসেন্সধারী ডিএইচ কেয়ার প্রায় এক দশক ধরে বাংলাদেশী কমিউনিটিকে সেবা প্রদান করে আসছে। আগামী ১এপ্রিল থেকে হোম কেয়ার তথা সিডিপ্যাপ সার্ভিসে ব্যাপক পরিবর্তন আসছে।
একমাত্র বাংলাদেশী প্রতিষ্ঠান ডিএইচ কেয়ার পিপিএল’র সাব কন্ট্রাক্ট পেয়েছে। ফলে এই এজেন্সির সিডিপ্যাপভোগীদেরকে অন্যত্র স্থানান্তরিত হতে হবে না। বরং অন্যান্য এজেন্সি থেকে সিডিপ্যাপ গ্রহীতাগণ ডিএইচ কেয়ারে নিজেদেরকে নিবন্ধিত করতে পারবেন। পিপিএল’র অন্তর্ভূক্ত হওয়াকে কমিউনিটির জন্য বড় ধরণের প্রাপ্তি বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার শাহারিয়ার রহমান। প্রতিষ্ঠানটির সমাজ সেবার বিষয়টি ইতোমধ্যে নিউইয়র্ক সিটি ও স্টেটে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
জ্যামাইকার হিলসাইডে অবস্থিত প্রধান কার্যালয় থেকে নূতন করে পিপিএল’এ সিডিপ্যাপ’র রেজিষ্ট্রেশন শুরু করেছে প্রতিষ্ঠানটি। পূর্বে ঘোষিত রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২৮মার্চ থেকে আরো একমাস বর্ধিত করা হয়েছে। ফলে সিডিপ্যাপ সুবিধাভোগীরা এই সুযোগ কাজে লাগাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শাহারিয়ার রহমান ও মনিরুল ইসলাম মঞ্জু।
তারা বলেন, ডিএইচ কেয়ার হোমকেয়ার সার্ভিসে শুরু থেকেই ব্যতিক্রমধর্মী ও অনুকরণীয় সেবা প্রদান করে আসছে বয়স্কদের জন্য। এজন্য প্রতিষ্ঠানটিতে কাজ করছেন একদল উদ্যোমী তরুণ-তরুণী। যারা তাদের কাজকে সেবাদানের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছেন। ডিএইচ কেয়ার থেকে বিপুল সংখ্যক বাংলাদেশী ছাড়াও দক্ষিণ এশিয় বয়স্কগণ সিডিপ্যাপ সার্ভিস গ্রহণ করছেন। উন্নত সেবার কারণে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে স্থানীয় কমিউনিটিতে। সামাজিক সেবার মাধ্যমেও কমিউনিটিতে গ্রহণ যোগ্যতার প্রমাণ রেখেছে ডিএইচ কেয়ার।
শুধু একটি আধুনিক ও সুশৃংখল প্রতিষ্ঠান নয় ডিএইচ কেয়ার সম্পৃক্ত রয়েছে সামাজিক সেবাধর্মী প্রতিষ্ঠান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড লিডারশীপ আউটরিচ ভালো’র সাথে। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ভালো এখন কমিউনিটিতে ব্যাপকভাবে প্রশংসিত। কর্মকর্তাদ্বয় বলেন, পরিবর্তিত অবস্থায় সিডিপ্যাপ সেবা গ্রহীতাদের সার্ভিস অব্যাহত থাকবে। তারা সিডিপ্যাপভোগীদের দ্রুত ডিএইচ কেয়ারে রেজিষ্ট্রেশনের আহ্বান জানান।
Posted ৩:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh