বাংলাদেশ অনলাইন : | বুধবার, ৩১ জুলাই ২০২৪
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। ৩১ জুলাই (বুধবার) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বদলির আদেশে বলা হয়, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তাকে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে হারুন অর রশীদের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্তি কমিশানার (লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান। এ ছাড়া মহা. আশরাফুজ্জামানের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিনকে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও নির্দেশনায় জানানো হয়।
Posted ৯:৪৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh