বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
ডিষ্ট্রিক্ট ৩৯ কাউন্সিলম্যান প্রার্থী মামনুন হক
নিউইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্রেট প্রাইমারিতে প্রচারণার ক্ষেত্রে এগিয়ে আছেন ডিষ্ট্রিক্ট ৩৯ এর ডেমোক্রেট প্রার্থী সন্দ্বীপের কৃতি সন্তান মামনুন হক। তাকে ইতোমধ্যে সমর্থন দিয়েছে এলায়েন্স ফর সাউথ এশিয়ান লেবারস (অ্যাসাল)। এর ফলে তার প্রার্থিতা আরও জোরদার হয়েছে। সন্দ্বীপের মাইটভাঙা ইউনিয়ন এর খান বাহাদুর খবিরুল হক সাহেবের এর পুত্র সমাজকর্মী মামনুনুল হক বাংলাদেশী কমিউনিটিসহ তার নির্বাচনী এলাকার সকলেল সহযোগিতা কামনা করছেন এবং গত সপ্তাহ থেকে তার পক্ষ থেকে তাকে সমর্থন করার আবেদনের চিঠি ভোটারদের কাছে প্রেরণ করা শুরু হয়েছে। এ আবেদনে তিনি তার পরিচয় দিতে গিয়ে বলেছেন যে ত্রিশ বছর আগে তিনি বাংলাদেশ থেকে নিউইয়র্কে আসেন। তিনি নিজেকে একজন ইমিগ্রান্ট, একজন পিতা, একজন শ্রমজীবী মানুষ এবং কর্মজীবী মানুষের অধিকার নিয়ে কাজ করতে সদা প্রস্তুত ব্যক্তি ও কেনসিংটনের বাসিন্দা বলে উল্লেখ করেছেন।
তিনি জানান. “আমি সিটিতে দীর্ঘ ২০ বছর ট্যাক্সি চালিয়েছি। ট্যাক্সি চালানোর ১২ বছরের মাথায় এক যাত্রীবেশী দুর্বৃত্ত আমাকে পেছন থেকে ছুরিকাঘাত করে। হাসপাতালের বেডে শুয়ে আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করি যে আমি ইমিগ্রান্টদের পক্ষে কথা বলবো ও তাদের জন্য লড়াই করবো। তারণ তারাই এই সিটির ঐতিহ্য সৃষ্টি করে চলেছে।তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে তার সম্পৃক্ত হওয়া, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তার সোচ্চার হওয়ার কথা আবেগময়ভাবে তুলে ধরেছেন তার চিঠিতে। বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে তার প্রার্থিতার সমর্থনে অনেকে এগিয়ে এসেছেন এবং ডেমোক্রেটিক প্রাইমারীতে তিনি জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh