নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
ডিস্ট্রিক্ট ৩২ কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ
নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ তাকে ১ নম্বর পছন্দের প্রার্থী তালিকায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানিয়েছেন। গত ১১ জুন শুক্রবার বাদ জুম্মা সাউথ রিচমন্ড হিল মসজিদ আল জামায় শুভেচ্ছা বিনিময়কালে তিনি আগামী ২২ জুন অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ বলেন, ২০১৭ সালের সিটি কাউন্সিল ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এ সিটে তিন প্রার্থীর মধ্যে তিনি দ্বিতীয় হয়েছিলেন। এবার সকল বাঙালী ভোটার তাকে ভোট প্রদান করলে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না। এজন্য কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সকল বাংলাদেশি-আমেরিকানকে ভোটকেন্দ্রে যেতে বিনীত অনুরোধ জানান। ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অবস্থান আরো শক্তিশালী করতে তাকে নির্বাচিত করার বিনীত আহ্বান জানান কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ। সাউথ রিচমন্ড হিল মসজিদ আল জামার সভাপতি সহিদ গিবরাইল সহ বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন।
কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ তাকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান। তাকে সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে আমি অভিবাসীদের ন্যায্য হিস্যা নিশ্চিতকল্পে কাজ করার সুযোগ চাই। পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বলিষ্ঠ ভূমিকা উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে নির্বাচনে লড়ছেন।
Posted ১২:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh