বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
অবশেষে মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে বাংলাদেশ সরকারের কনস্যুলেট অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা। তাদের প্রত্যাশা, এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হলে বহু বছরের ভোগান্তির অবসান ঘটবে।
প্রায় এক লাখ বাংলাদেশি মিশিগানে বসবাস করেন। এতদিন বিভিন্ন কনস্যুলার সেবা নিতে তাদের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে যেতে হতো—যা ছিল ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। বয়োবৃদ্ধ ও শিশুদের নিয়ে দূরপথ পাড়ি দিতে গিয়ে কষ্ট পেতে হতো অনেক পরিবারকেই।প্রবাসীদের ভাষ্যমতে, “এটা শুধু একটি অফিস নয়, আমাদের স্বস্তির আশ্রয়।” তাঁরা আশা করছেন, কনস্যুলেট অফিসটি চালু হলে পাসপোর্ট নবায়ন, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা এখন থেকে হাতের নাগালে পাওয়া যাবে।
দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনো সাড়া না পাওয়ায় হতাশ ছিলেন প্রবাসীরা। এবার উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত তাঁদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন—ঘোষণার আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে যেন বাস্তব সেবা প্রদান শুরু হয়।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh