বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৬ জুলাই ২০২৩
জাতীয় পার্টির (জেপি) নেতা সালাম বাহাদুর। পুরোনো ছবি
রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে চলন্ত প্রাইভেটকার থেকে জাতীয় পার্টির (জেপি) নেতা সালাম বাহাদুরের লাশ ছুড়ে ফেলে পালিয়েছে দুর্বত্তরা। ১৫ জুলাই (শনিবার) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ৫২ বছর বয়সি সালামকে হত্যা করা হয়েছে। তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সালাম জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন। পাশাপাশি ঠিকাদারি করতেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ বলছে, একটি লাল রঙের প্রাইভেটকার থেকে দুই তরুণ-তরুণী লাশটি ফেলে দিয়ে পালিয়ে যায়। শনিবার রাত ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ গেটের সামনে তা দীর্ঘক্ষণ পড়ে থাকে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আজ রোববার তার পরিচয় সনাক্ত হলে তোলপাড় শুরু হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক জানান, প্রাথমিক আলামতে মনে হয়েছে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, মেডিকেল কলেজ ও সড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। তা ছাড়া ঘটনার রহস্য উদ্ঘাটনে তারা তদন্ত শুরু করেছেন। স্বজনেরা জানিয়েছেন, ধানমন্ডির ২৭ নম্বর সড়কে সালামের বাসা। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে। শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানান বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh