বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২১ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির দ্রুত বিকাশ যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি এর নেতিবাচক প্রভাব নিয়েও উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে তরুণদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিও। বাস্তবতা অনুধাবনের ক্ষমতা হ্রাস ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ব্যাঘাত ঘটতে পারে—এই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
গত ৮ মে পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রকাশ্য বক্তব্য রাখলেন পোপ লিও। শুক্রবার (২০জুন) এক লিখিত বার্তায় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। রোমে আয়োজিত দ্বিতীয় এআই সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে পাঠানো বার্তায় তিনি জানান, এআই ব্যবহারে তরুণদের মানসিক ও স্নায়ুবিক বিকাশ ব্যাহত হতে পারে। তথ্যপ্রাপ্তির সহজলভ্যতা এবং দ্রুতগতির কারণে তরুণ প্রজন্মের বাস্তবতা বোঝার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh