বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
তাইওয়ানে লাইনচ্যুত ট্রেন। ছবি : সংগৃহীত
তাইওয়ানের টানেলের ভেতরে একটি ট্রেন দুর্ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ১৪৬ জন যাত্রী আহত হয়েছেন। ২ এপ্রিল (শুক্রবার) সকালে দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়ানের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। চার দশকের মধ্যে এটিই দেশটিতে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। খবর রয়টার্স।
দেশটির ফায়ার বিভাগ জানিয়েছে, এক্সপ্রেস ট্রেনটি রাজধানী তাইপে থেকে তাইটং যাচ্ছিল। ট্রেনটিতে ৫০০ জন যাত্রীর অনেকেই ছিলেন পর্যটক। দীর্ঘ ছুটির শুরুতে অনেকে ঘুরতে এবং অনেকে শহর ছেড়ে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ট্রেনটি এতটাই পূর্ণ ছিল যে অনেক লোক দাঁড়িয়ে ছিলেন এবং দুর্ঘটনার সময় তারা ট্রেনের মধ্যে পড়ে গিয়ে আহত হয়েছেন। আহত অবস্থায় ১৪৬ জনেরও বেশি যাত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে এবং অন্যদের হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে। ট্রেনের ভেতরে এখনো ৭০ জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা ট্রেনটির প্রথম চারটি বগি থেকে ৮০ থেকে ১০০ জনকে উদ্ধার করেছেন। টানেলের মধ্যে চারটি বগি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।
অফিসিয়াল সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, একটি ট্রাক সঠিকভাবে পার্ক করা ছিল না। সেটি ট্রেনের রাস্তায় চলে এসেছিল। ট্রাকটির সঙ্গে ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাকের ধ্বংসস্তূপ ট্রেনের পাশে পড়ে রয়েছে বলে ফায়ার বিভাগ জানিয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটির কিছু অংশ টানেলের বাইরে ছিল এবং টানেলের ভেতরের বাগিগুলোতে থাকা যাত্রীদের উদ্ধার অভিযান চলছে।
এর আগে ২০১৮ সালে উত্তর-পূর্ব তাইওয়ানে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছিলেন। তারও আগে ১৯৮১ সালে উত্তর তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছিলেন।
Posted ৬:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh