বাংলাদেশ ডেস্ক : | শনিবার, ২৭ জুন ২০২০
দক্ষিণ আফ্রিকায় নিয়ন্ত্রণহীন করোনা পরিস্থিতি। উদ্বেগজনক হারে আক্রান্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সবশেষ তথ্যমতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। আর মৃতের সংখ্যা প্রায় ২ হাজার। লকডাউন শিথিলের পর থেকেই দক্ষিণ আফ্রিকায় লাগামহীনভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বিনামূল্যে করোনা পরীক্ষা আর চিকিৎসা দিয়েও থামানো যাচ্ছে না সংক্রমণ।
দিন দিন আক্রান্তের তালিকায় যোগ হচ্ছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি আর সরকারি বিধিনিষেধ মেনে চলার আহবান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।
এদিকে আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের স্বাস্থ্যসেবায় সার্বক্ষণিক হট লাইন সার্ভিস দিয়ে সেবা প্রদান করছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা।
Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh